ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি কসম করেছিলেন, কাজ কিন্তু আপনার নয় বরং কাজ আপনার ভাইয়ের। অর্থাৎ আপনি আল্লহর নামে কসম করে বলেছিলেন যে, "ও যদি আজকে মাদ্রাসায় না যায় তাহলে আমার মোবাইল ব্যবহার করতে পারবে না।" এটা কসম হয়নি। তবে যদি আপনার কথার সাথে সাথে আপনার ভাই হ্যা সূচক কিছু বলত, অতঃপর সে মাদরাসায় না যেতো এবং মুবাইল ব্যবহার করত, তাহলে তার উপর কাফফারা ওয়াজিব হত। আপনার কথা দ্বারা কসম হয়নি। সুতরাং কাফফারাও ওয়াজিব হবে না।
وإن أراد المبتدئ أن يكون مستحلفا وأراد المجيب أن لا يكون عليه يمين ويكون قوله نعم على ميعاد من غير يمين فهو كما نوى ولا يمين على واحد منهما كذا في الخلاصة وهكذا في الوجيز للكردري ومحيط السرخسي.
«الفتاوى الهندية» (2/ 60)