আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
190 views
in পবিত্রতা (Purity) by (101 points)
আসসালামুআলাইকুম,

১) সকালে ঘুম থেকে উঠে দেখি স্বপ্নদোষ হয়েছে কিন্তু আমি বিছানায় এমনভাবে শুয়ে ছিলাম যে নাপাকি বিছানায় লাগার কথা নয় যদি গড়িয়ে না পড়ে । তো আনুমানিক ১ ঘন্টা পর চেক করি যে কোন নাপাকি আছে কি না কিন্তু কোনো ভেজা দাগ পাইনি,শুকনা ছিল তবে সামান্য ঠান্ডা অনুভূত হয়েছিল চাদরের ঐ জায়গাটি যে জায়গায় নাপাক পড়ার সম্ভাবনা ছিল।তো এমতাবস্থায় চাদরকে কি নাপাক ধরে নিব ? আর বীর্য লাগার সন্দেহ থাকার কারনে চাদরের ঐ শুকনো জায়গাটি আঁচড়িয়ে দেই,যদিও বীর্য শুকানোর আলামত পাইনি। বীর্য তো শুকিয়ে যাওয়ার পর তা খুটিয়ে বা আচড়িয়ে ফেললেই কাপড় পাক হয়ে যায়।তো এভাবে নাপাকি লাগলেও কি চাদর পাক হয়ে গেছে?

২)অনেক বেশি নাপাকি লাগা কাপড় ধোয়ার সময় অনেকক্ষণ ট্যাপের নিচে রাখি ,যে পূর্ণ একীন হয়ে যায় যে কাপড়ে আর নাপাকি থাকার সম্ভাবনা নেই।কিন্তু কাপড় চিপে পানি বের করে ফেলার পরও নাপাকির গন্ধ থেকে যায়।এতে কি কাপড় নাপাক ই থাকে নাকি পাক হয়ে যায়?

৩) নাভি থেকে লজ্জাস্থানের ভাজ পর্যন্ত একটি অঙ্গ ধরা হয় ।কিন্তু বাকি অঙ্গের পরিমাপ কেমনে হবে পুরুষদের ক্ষেত্রে?যেমন:পুরো এক পা কে কি এক অঙ্গ ধরব নাকি নাভি থেকে লজ্জাস্থানের ভাজ পর্যন্ত যে দুরত্ব সেই পরিমাণ অংশকে অঙ্গ পরিমাপের মানদন্ড ধরব?

জাযাকুমুল্লাহ

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/11414 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, 
ঘুম থেকে উঠে কাপড়ে আর্দ্রতা দেখলে এর সর্বমোট ১৪ টি সূরত হতে পারে। 
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।এবং স্বরণ না থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে। 
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ(বিধান সহ) যথাঃ- 
(১)বীর্য সম্পর্কে নিশ্চিত। (গোসল ফরয হবে) 
(২)মযি সম্পর্কে নিশ্চিত।(ফরয হবে) 
(৩)ওদী সম্পর্কে নিশ্চিত।(ফরয হবে না) 
(৪)বীর্য না মযি? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না) 
(৫)বীর্য না ওদী? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না) 
(৬)মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না) 
(৭)বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না) 
স্বপ্নদোষ স্বরণ না থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ(বিধান সহ)যথাঃ- 
(১)বীর্য সম্পর্কে নিশ্চিত(ফরয হবে) 
(২)মযি সম্পর্কে নিশ্চিত।(ফরয হবে না) 
(৩)ওদী সম্পর্কে নিশ্চিত(ফরয হবে না) 
(৪)বীর্য না মযি? এ নিয়ে সন্দিহান।(তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে) 
(৫)বীর্য না ওদী? এ নিয়ে সন্দিহান।(তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে) 
(৬)মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।(ফরয হবে না) 
(৭)বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।(তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে) (মিনহ্তুল খালিক-১/৫৮) 
বিঃ দ্র; ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহ কে তারাফাইন বলা হয়ে থাকে।এবং ইমাম আবু-হানিফা ও আবু ইউসুফকে শায়খাইন বলা হয়ে থাকে। 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বীর্যর দাগ কোথাও আপনি পাননি, তাই আপনার চাদর নাপাক হবে না। 

(২) অনেক বেশি নাপাকি লাগা কাপড় ধোয়ার সময় অনেকক্ষণ ট্যাপের নিচে যদি রাখ হয় , যে পূর্ণ একীন হয়ে যায় যে কাপড়ে আর নাপাকি থাকার সম্ভাবনা নেই। কিন্তু কাপড় চিপে পানি বের করে ফেলার পরও নাপাকির গন্ধ থেকে যায়।তাহলে এতে কাপড় নাপাক থাকবে না। বরং কাপড় পাক হয়ে যাবে। 

(৩) একেকটি পা একেকটি অঙ্গ। একেকটি হাত একেকটি অঙ্গ। গলা একটি অঙ্গ। মাথা একটি অঙ্গ। অন্ডকোষ একটি অঙ্গ। নিতম্ব একটি অঙ্গ। এ বিষয়টা শরীয়তে কিছুটা জটিল। কোনো একটি মূলনীতির আওতাধীন করা খুবই কষ্টকর। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 155 views
0 votes
1 answer 1,287 views
...