প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই /বোন!
উল্লেখিত টাকার উপর পাওনা টাকা (করজ) এর বিধান আরোপ হবে।
অন্যকে যে টাকা কর্জ হিসেবে দেওয়া হয়েছে বা ব্যবসায়ী কোনো পণ্য বাকিতে বিক্রয় করেছে এই পাওনা টাকা পৃথকভাবে বা অন্য যাকাতযোগ্য সম্পদের সাথে মিলিতভাবে নিসাব পূর্ণ করলে তারও যাকাত দিতে হবে।
পাওনা উসূল হওয়ার পর ওই টাকার যাকাত আদায় করা ফরয হয়। তার আগে আদায় করা জরুরি নয়, তবে আদায় করলে যাকাত আদায় হয়ে যাবে।
উপরোক্ত ক্ষেত্রে পাওনা উসূল হতে যদি কয়েক বছর সময় অতিবাহিত হয়ে যায় তাহলে উসুল হওয়ার পর বিগত সকল বছরের যাকাত আদায় করা ফরয হয়।
হাদিস শরিফে এসেছে,
عن الحسن، قال: سئل علي عن الرجل يكون له الدين على الرجل قال: يزكيه صاحب المال
‘হাসান (রহ.) থেকে বর্ণিত, আলী (রা.) কে ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হল যার অপরের কাছে পাওনা রয়েছে। তিনি বললেন, মালের মালিকের (ঐ মালের) যাকাত দিতে হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০২৪৬]
আরো জানুনঃ
মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭১১১-৭১১৩,৭১২১,৭১২৩,৭১২৮; মুসান্নাফে ইবনে আবী শায়বা ৬/৪৮৪-৪৮৬
মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ১০৩৪৭, ১০৩৫৬
মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭১১৬,৭১২৯,৭১৩১; মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ১০৩৪৬,১০৩৫৬
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে এখনই যাকাত উক্ত মহিলার উপর ফরজ হবেনা।
সেই টাকা হস্তগত হওয়ার পর বা খরচের অধিকার পাওতার পর যাকাত ফরজ হবে,তবে সেই সময় বিগত বছর গুলোরও (১ম বছর থেকে হিসেব করে,প্রতি বছরের) যাকাত আদায় করতে হবে।
★★ যাকাত এখনই উক্ত মহিলার দিতে হচ্ছে না।বরং যখনই উক্ত টাকা মহিলার হস্তগত হবে,বা খরচের অধিকার পাবে,তখন পূর্বের সকল বৎসরের যাকাত উক্ত মহিলা আদায় করে নিবে।
আরো জানুনঃ