আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ।
হজরত, নিম্নের হাদিসটি কি সহিহ??
সুন্নাত/নফল নামাজ বাড়িতে পড়া উচিৎ। তবে যারা মসজিদেই পড়বেন, তাদের জন্য একটি সতর্কবার্তাঃ
ফরজ নামাজ আদায়ের স্থানে দাঁড়িয়েই সুন্নাত/নফল নামাজ আদায় করতে নিষেধ করেছেন নবীজি মুহাম্মাদ (স:)। হয় সামনে নাহয় পিছনে, অথবা ডানে নাহয় বামে সরে নামাজ আদায় করতে হবে। [১]
তবে, ইমাম সাহেব তাঁর নিজের জায়গাতেই থাকবেন। [২]
পরবর্তী ওয়াক্ত থেকেই আমল শুরু হোক, ইনশাআল্লাহ!
ওয়ামা তাউফিকি ইল্লা বিল্লাহ।
[১] আবু দাউদ -১০০৬
[২] আবু দাউদ -৬১৬