আসসালামু আলাইকুম শায়েখ।।
একটি গুরুত্বপূর্ণে বিষয়ে ভারসাম্য রক্ষা করতে পারছিনা। আমার মা কারো সাথে কথা বললে গীবত করে, আমল করলে রিয়া করে এমন অনেক ব্যাপার রয়েছে। এসব আমার সামনে ঘটলে মাকে না বলে থাকতে পারিনা। এসব কমলভাবে ধরায় দিলেও উল্টা বুঝে আমার উপর গোস্বা হয়, মন খারাপ করে, বলে খালি নাকি দোষ ধরি ইত্যাদি। তো এমন অবস্থায় দোটানায় পড়ে যাই একদিকে বাপ মাকে সন্তুষ্ট রাখা তাদের প্রতি উফ শব্দটি না করা। অন্য দিকে নিজের মা কবীরা গোনাহ করতেছে কিভাবে নীরব থাকি। সব মিলিয়ে আমার করণীয় কি?