অনেকেই হারাম কাজে মাশা আল্লাহ বলে সমর্থন দেয়।যেমনঃ বেপর্দা ছবিতে মাশা আল্লাহ বলা,হারাম উপার্জনে আলহামদুলিল্লাহ বলা বা ইনশাআল্লাহ বলা ইত্যাদি।এইরকম হলে কি ইমান চলে যাওয়ার কোন সম্ভাবনা আছে?যেহেতু হারাম কাজ করে আবার আল্লাহর নাম ব্যাবহার করছে এতে কি ধরনের গুনাহ হওয়ার সম্ভবনা আছে?