১। বাথরুমে কোথাও নাপাক পানি পড়লে তা পানি ঢেলে ধোয়ার সময়,ঐ পানি বাথরুমে রাখা জুতা ঘেষে ড্রেনে পরে যায়। তাহলে কি ঐ জুতা নাপাক হবে?
২।হাতের নাপাকি ধোয়ার সময়,যদি পাশে রাখা কাঠের বা পাষ্টিকের ফার্নিচারে সামান্য ছিটা পড়ে।এবং তা যদি কাপড় ভিজিয়ে কয়েকবার মুছা হয়।তাহলে কি আর কোন সমস্যা আছে?
৩।আমাদের বাসার গেটের সমনে এক বাচ্চা প্রশাব করে।বৃষ্টি এসে যদি গেটের ঐ খানে পানি দিয়ে ভরে যায় এবং প্রশাব ঐ পানির সাথে মিশে যায় তাহলে কি পুরো পানি নাপাক হয়ে যাবে? বৃষ্টির সময় গেটের সামনে অনেকক্ষন পানি জমে থাকে।আস্তে আস্তে শুকায়।
৪।গোসলের সময় শরীরে পানি ঢালা শেষে অনেক সময় মনে হয় নাভির ভিতর আঙ্গুল ঢুকিয়ে পরিষ্কার করা হয়নি।শরীর ভিজা থাকা অবস্থায় ভিজা হাত নাভিতে ঢুকিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে না?
৫।অনেক সময় টিনের চালে বিড়াল পায়খানা করে,এখন বৃষ্টির সময় চাল থেকে যে পানি পড়বে তা কি নাপাক হবে?আবার গেটে পাখি পায়খানা করে,বৃষ্টির সময় গেট চুইয়ে পানি পড়ে গেটের সামনে জমে থাকে ,তা কি নাপাক হবে?