আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
244 views
in পবিত্রতা (Purity) by (75 points)

১। বাথরুমে কোথাও নাপাক পানি পড়লে তা পানি ঢেলে ধোয়ার সময়,ঐ পানি বাথরুমে রাখা জুতা ঘেষে ড্রেনে পরে যায়। তাহলে কি ঐ জুতা নাপাক হবে?

২।হাতের নাপাকি ধোয়ার সময়,যদি পাশে রাখা কাঠের বা পাষ্টিকের ফার্নিচারে সামান্য ছিটা পড়ে।এবং তা যদি কাপড় ভিজিয়ে কয়েকবার মুছা হয়।তাহলে কি আর কোন সমস্যা আছে?

৩।আমাদের বাসার গেটের সমনে এক বাচ্চা প্রশাব করে।বৃষ্টি এসে যদি গেটের ঐ খানে পানি দিয়ে ভরে যায় এবং প্রশাব ঐ পানির সাথে মিশে যায় তাহলে কি পুরো পানি নাপাক হয়ে যাবে? বৃষ্টির সময় গেটের সামনে অনেকক্ষন পানি জমে থাকে।আস্তে আস্তে শুকায়।

৪।গোসলের সময় শরীরে পানি ঢালা শেষে অনেক সময় মনে হয় নাভির ভিতর আঙ্গুল ঢুকিয়ে পরিষ্কার করা হয়নি।শরীর ভিজা থাকা অবস্থায় ভিজা হাত নাভিতে ঢুকিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে না?

৫।অনেক সময় টিনের চালে বিড়াল পায়খানা করে,এখন বৃষ্টির সময় চাল থেকে যে পানি পড়বে তা কি নাপাক হবে?আবার গেটে পাখি পায়খানা করে,বৃষ্টির সময় গেট চুইয়ে পানি পড়ে গেটের সামনে জমে থাকে ,তা কি নাপাক হবে?

1 Answer

0 votes
by (597,330 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বাথরুমে কোথাও নাপাক পানি পড়লে তা পানি ঢেলে ধোয়ার সময়,ঐ পানি বাথরুমে রাখা জুতা ঘেষে ড্রেনে পরে যায়। তাহলে ঐ জুতা নাপাক হবে।তবে যদি ধারাবাহিক সেদিকে পানি যেতেই থাকে,তাহলে জুতা আর নাপাক থাকবে,কেননা তখন এ পানি প্রবাহিত পানির হুকুমে চলে আসবে।


(২)
হাতের নাপাকি ধোয়ার সময়,যদি পাশে রাখা কাঠের বা পাষ্টিকের ফার্নিচারে সামান্য ছিটা পড়ে।এবং তা যদি কাপড় ভিজিয়ে কয়েকবার মুছা হয়।তাহলে আর কোন সমস্যাই বাকী থাকবে না।


(৩)
বৃষ্টির পানি যেহেতু অনেক পানি হয়ে থাকে,তাই প্রস্রাবে বৃষ্টির পানি পড়ার দরুণ, ঐ স্থান পবিত্র হয়ে যাবে। এতে আর নাপাকির কিছুই বাকী থাকবে না।



(৪)
গোসলের সময় শরীরে পানি ঢালা শেষে অনেক সময় মনে হয় নাভির ভিতর আঙ্গুল ঢুকিয়ে পরিষ্কার করা হয়নি।শরীর ভিজা থাকা অবস্থায় ভিজা হাত নাভিতে ঢুকিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে। এটার ফরয গোসলের সময়কার বিধিবিধান। তবে নফল গোসলে এগুলোর কোনো প্রয়োজনিয়তা নাই।


(৫)
টিনের চালে যদি বিড়াল পায়খানা করে,তারপর বৃষ্টি হলে বৃষ্টির সময় চাল থেকে যে পানি পড়ে, যদি উক্ত পানির পরিমাণ কম থাকে,তাহলে পানি নাপাকই থাকবে।আর যদি পানির পরিমাণ বেশী হয়,তাহলে উক্ত পানিতে আর নাপাকি অবশিষ্ট থাকবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...