আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
336 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (84 points)
আসসালামু আলাইকুম।

ছেলেদের জন্য তো নাভি থেকে হাটু পর্যন্ত সতর।

কিন্তু ঘুমের সময় কি হাটুর উপরে কাপড় পড়া যাবে??

যখন রুমে দরজা লাগানো, কেউ নেই বা শুধু ওয়াইফ আছে।


অনেকে বলে ঘুমের সময় হাফপ্যান্ট পড়ে ঘুমানো যাবে না।

এটা কি সঠিক?

রুমে কেউ না থাকলে এতে সমস্যা কি?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2457 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, 
পুরুষ এবং মহিলাদের জন্য দায়িমী ফরয হলো,সর্বদা সতরকে ঢেকে রাখা।
সতর সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বলা হয়,
العورة للرجل من تحت السرة حتى تجاوز ركبتيه 
পুরুষের জন্য নাভীর নীচ থেকে হাটু পর্যন্ত ঢেকে রাখতে হবে।
بدن الحرة عورة إلا وجهها وكفيها وقدميها
এবং আযাদ মহিলাকে সমস্ত শরীর ঢেকে রাখতে হবে চেহারা এবং কবজি পর্যন্ত হাত ও টাখনু পর্যন্ত পা ব্যতীত। বিস্তারিত জানুন-৫৭২

একাকি অবস্থায় সতরকে ঢেকে রাখা ফরয না হলেও মুস্তাহাবের খেলাফ।সুতরাং একাকি অবস্থায় ঘুমানোর সময়ও হাটুর নিচে কাপড় পড়া উচিৎ। হাটুর উপরে কাপড় পড়া উচিৎ হবে না।পুরুষের জন্য হাটুর নিচে হলে অনুমোদন রয়েছে।তবে মহিলাদের বেলায় কখনো কাম্য নয়,কেননা মহিলাদের সতর পায়ের ঘন্টা পর্যন্ত।স্বামী-স্ত্রী একে অপরের সামনে নিজ শরীরের সবকিছু প্রদর্শন করতে পারবে।সুতরাং কোনো ঘরে নিজে একা থাকা আর স্বামী স্ত্রী এক সাথে থাকা প্রায় সমান।যদি কাফিরদের সাথে সাদৃশ্য গ্রহণের নিয়তে এমনটা করা হয়,তাহলে তখন এটা জায়েয হবে না।আল্লাহ-ই ভালো জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...