ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
পুরুষ এবং মহিলাদের জন্য দায়িমী ফরয হলো,সর্বদা সতরকে ঢেকে রাখা।
সতর সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বলা হয়,
العورة للرجل من تحت السرة حتى تجاوز ركبتيه
পুরুষের জন্য নাভীর নীচ থেকে হাটু পর্যন্ত ঢেকে রাখতে হবে।
بدن الحرة عورة إلا وجهها وكفيها وقدميها
এবং আযাদ মহিলাকে সমস্ত শরীর ঢেকে রাখতে হবে চেহারা এবং কবজি পর্যন্ত হাত ও টাখনু পর্যন্ত পা ব্যতীত। বিস্তারিত জানুন-৫৭২
একাকি অবস্থায় সতরকে ঢেকে রাখা ফরয না হলেও মুস্তাহাবের খেলাফ।সুতরাং একাকি অবস্থায় ঘুমানোর সময়ও হাটুর নিচে কাপড় পড়া উচিৎ। হাটুর উপরে কাপড় পড়া উচিৎ হবে না।পুরুষের জন্য হাটুর নিচে হলে অনুমোদন রয়েছে।তবে মহিলাদের বেলায় কখনো কাম্য নয়,কেননা মহিলাদের সতর পায়ের ঘন্টা পর্যন্ত।স্বামী-স্ত্রী একে অপরের সামনে নিজ শরীরের সবকিছু প্রদর্শন করতে পারবে।সুতরাং কোনো ঘরে নিজে একা থাকা আর স্বামী স্ত্রী এক সাথে থাকা প্রায় সমান।যদি কাফিরদের সাথে সাদৃশ্য গ্রহণের নিয়তে এমনটা করা হয়,তাহলে তখন এটা জায়েয হবে না।আল্লাহ-ই ভালো জানেন।