আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
544 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (65 points)

https://ifatwa.info/2090/ এই ফাতওয়াটি পড়ার পর আমার প্রশ্ন হলো আব্দুল্লাহ আযযাম এর লেখা 'মুসলিম ভুমির প্রতিরক্ষা ' বইটি কি সঠিক তথ্য প্রদান করে? এই বই এ তার লেখা একটি দীর্ঘ ফাতওয়া রয়েছে যেটি নাকি শাইখ বিন বায অনুমোদন দিয়েছিলেন। এই ফাতওয়াতে তিনি ৪ মাযহাবের উলামাদের মতামত দিয়ে প্রমাণ করেছেন জিহাদ এখন ফরযে আইন। এই ফাতওয়াটি কতটা গ্রহণযোগ্য?

by
ময়দানের ফাতওয়া সদা সর্বদা ময়দানের আলিম থেকেই নিতে হয়।  যেভাবে ফোঁড়ার অপারেশনের জন্য মেডিসিনের ডাক্তারের কাছে গিয়ে লাভ হয়না, তেমনিভাবে তাত্ত্বীয় ইলমী খিদমতে থাকা আলিম থেকে ময়দানের ফতোয়া নিলে ভুল ফাতওয়া ই আসবে। 

1 Answer

0 votes
by (606,150 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
কোনো একজন আলেম বা বিজ্ঞজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারেন।উনার আকিদা বিশুদ্ধ হতে পারে।তাই বলে উনার সবকিছুই যে গ্রহণযোগ্য হতে হবে, বিষয়টা এমন নয়।বরং সালাফে সালেহীনদের মধ্যে অনেক ইসলামিক স্কলারদের অনেক কথাকে জুমহুর উলামের কেরাম তাফাররুদ (ব্যক্তি ইজতেহাদ যা সর্বমহলে গ্রহণযোগ্য হয়নি) বলে উড়িয়ে দিয়েছেন,গ্রহণ করেন নি।ইমাম আবু হানিফা রাহ এর অনেক কথাকে উনার ছাত্ররা এবং পরবর্তী যুগের উলামারা গ্রহণ করেননি।ইমাম বোখারী রাহ এর দুধসম্পর্কীয় মাস'আলাকে দুনিয়ার কোনো আলেম গ্রহণ করেননি।ইবনে তাইমিয়্যাহ রাহ এর অনেক কথাকে হাম্বলী মাযহাবে গ্রহণ করা হয়নি।এভাবে অনেক নযীর আমাদের সামনে রয়েছে।জুমহুর বা অধিকাংশ উলামায়ে কেরাম যা বলবেন,যা ফাতাওয়া দিবেন,সেটাকেই আমাদের ফলো করতে হবে।

আমি ঐ ফাতাওয়া বলেছিলাম,সাথে সাথে তাকী উসমানি এবং খালেদ সাইফুল্লাহ রাহমানির মত জগৎ বিখ্যাত ফকিহগণের কিতাবাদি পড়তে।মুফতী শফী রাহ ও থানভী রাহ এর গবেষনার দিকেও চোখ বুলানোর প্রয়োজন অনুভব করছি।

যাইহোক,দুনিয়ার সমস্ত মানুষের জন্য জিহাদ ফরযে আইন শীর্ষক মন্তব্য এটা শুধুমাত্র শাইখ আব্দুল্লাহ আযযাম সাহেবের অভিমত।জুমহুর উলামায়ে কেরামের অভিমত না।আমাদেরকে জুমহুর উলামায়ে কেরাম বা নিজ নিজ ইমামদের ইজতেহাদের ফলো করতে হবে।জুমুহুর উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হল,বর্তমানে জিহাদ ফরযে কেফায়া তবে ক্ষেত্রভেদে তা ফরযে আইনে রূপান্তরিত হবে।
জাযাকুমুল্লাহ। আল্লাহ-ই ভালো জানেন।

জবাব প্রদানে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...