আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
838 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (-1 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত

একটা হাদিসে রাসূল ﷺ বলেছেন, "I'm Al-Aqib, after whom there shall be no other prophet"

এখানে তো রাসূল ﷺ এর কথা থেকে বুঝা যায় 'আকিব' অর্থ সর্বশেষ নবী। আর এটা রাসূল ﷺ এর একটা নামও বটে।

কিন্তু আক্ষরিক অর্থে 'আকিব' শব্দের অর্থ হয় 'সর্বশেষ আগমনকারী'। কেউ যদি তার ছেলের নাম এই অর্থে আকিব রাখে যে সে সর্বশেষ আগমনকারী অর্থাৎ রাসূল ﷺ এর উম্মতের অংশ যেহেতু রাসূল ﷺ সর্বশেষ নবী; তবে কি তা জায়েজ হবে?

আর যদি নাজায়েজ হয় তবে যার অলরেডি এই নামে আকীকা দেওয়া হয়ে গেছে সে এখন কি করবে?  নাম চেঞ্জ করে আবার আকীকা দিবে?

1 Answer

0 votes
by (708,320 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
হযরত জুবায়ের ইবনে মুতঈম রাযি থেকে বর্ণিত
عن جبير بن مطعم، عن أبيه رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: " لي خمسة أسماء: أنا محمد، وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر، وأناالحاشر الذي يحشر الناس على قدمي، وأناالعاقب "
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার পাঁচটি নাম রয়েছে,(১)আমি মুহাম্মদ(২)আমি আহমদ(৩)আমি মাহি(মিটানেওয়ালা)তথা আমার মাধ্যমে কুফুর কে আল্লাহ মিটিয়ে দেবেন।(৪)আসি হাশির(একত্রকারী)আমার নবুওয়ত কালেই কিয়ামত পরবর্তী আল্লাহ সবাই একত্রিত করবেন।বা আমার পদাঙ্ক অনুসরণ করে সবাই হাশরের ময়দানে যাবেন(৫)আমি আকিব।(সর্বশেষ নবী(সহীহ বোখারী-৩৫৩২)

হযরত জুবায়ের ইবনে মুতঈম রাযি থেকে বর্ণিত
عن محمد بن جبير بن مطعم، عن أبيه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لي أسماء، أنا محمد، وأنا أحمد، وأنا الماحي الذي يمحو الله بي الكفر، وأنا الحاشر الذي يحشر الناس على قدمي، وأنا العاقب الذي ليس بعدي نبي.
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার পাঁচটি নাম রয়েছে,(১)আমি মুহাম্মদ(২)আমি আহমদ(৩)আমি মাহি(মিটানেওয়ালা)তথা আমার মাধ্যমে কুফুর কে আল্লাহ মিটিয়ে দেবেন।(৪)আসি হাশির(একত্রকারী)আমার নবুওয়ত কালেই কিয়ামত পরবর্তী আল্লাহ সবাই একত্রিত করবেন।(৫)আমি আকিব তথা সর্বশেষ নবী।(সুনানু তিরমিযি-২৮৪০)

মিরকাতুল মাফাতিহ-৫৭৭৬ নং হাদীসের ব্যখ্যায় মোল্লা আলী কারী রাহ লিখেন,
(" وأنا العاقب " والعاقب الذي ليس بعده نبي) الظاهر أن هذا تفسير للصحابي أو من بعده، وفي شرح مسلم قال ابن الأعرابي: العاقب الذي يخلف في الخير من كان قبله، ومنه يقال: عقب الرجل لولده
আকিব অর্থ যে,আমি সর্বশেষ নবী এটা সাহাবি বা তৎপরবর্তী উলামায়ে কেরামের ব্যখ্যা।মুসলিম শরীফের ব্যখ্যা গ্রন্থ আল-মিনহাজে বর্ণিত রয়েছে,আকিব অর্থ যে ব্যক্তি ভালো ও উত্তম কাজে তার পূর্ববর্তীদের অনুসরণ করে।এজন্য বলা হয়,পিতা তার সন্তানের জন্য আদর্শ।

শাব্দিক বিবেচনায় আকিব বলা হয়,সন্তান বা প্রত্যেক জিনিষের শেষকে।তথা আকিব ঐ ব্যক্তি যে তার মনিবকে অনুসরণ করে বা যে ভালো ও উত্তম কাজে তার পূর্ববর্তীদের অনুসরণ করে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আকিবের শাব্দিক অর্থ, ভালো কাজে প্রত্যেক পূর্ববর্তীদের অনুসরণকারী। তাই ঐ অর্থ বিবেচনায় আকিব নাম রাখা যাবে।আল্লাহই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...