ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) সালাতের নিষিদ্ধ তিন সময় হারাম। আবার মাকরুহে তাহরিমীও বলা যায়। মাকরুহে তাহরীমি হারামের নিকটবর্তী।
(২) সতর্কতা মূলক ২৩ মিনিট।
আওয়াবিনের নামায সম্পর্কে উলামাদের অনেক মতপার্থক্য রয়েছে। যাই হোক বিশুদ্ধ কথা হল, আওয়াবীনের নামায প্রমাণিত রয়েছে। আওয়াবীনের নামাযের রা'কাত সংখ্যা সর্বোচ্ছ ছয়। তবে কেউ কেউ মাগরিবের সুন্নত সহ ছয় রাকাতের কথাও বলে থাকেন। ছয় রা'কাত পড়া জরুরী নয়। বরং কেউ চাইলে চার রা'কাত বা ছয় রা'কাতও পড়তে পারবে। এমনকি দুই রা'কাতও পড়া যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাগরিবের পর ছয় রাকাত নামায পড়ার কথা হাদীসে রয়েছে। তবে এই ছয় রাকাত নামাযকে কি বলে ডাকা হবে? উক্ত নামাযকে কি আওয়াবিন বলে ডাকা হবে? না ভিন্ন নাম রয়েছে?
প্রতিউত্তরে বলা যায় যে, হাদীসে যে আওয়াবিন নামাযের কথা বর্ণিত হয়েছে, সেই আওয়াবিন অর্থ হল, জোহরের পূর্বের নামায। তবে মাগরিবের পর ছয় রাাকাত নামাযের কথা হাদীসে বর্নিত রয়েছে। নাম যাই হোক, ছয় রাকাত নামায পড়া যাবে।
(৪) জ্বী, আমাদের ধারণামতে উনি ভালো ও বিজ্ঞ একজন আলেম। উনার কিতাব পড়া যাবে।