ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) শরীরে কোনো স্থানে যদি নাপাকি লাগে তা যদি দৃশ্যমান হয় তাহলে নাপাকি দুর করলেই শরীর পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে ধৌত করার কোনো সংখ্যা ধর্তব্য নয়। পানি দ্বারা ধৌত করাও জরুরী নয়। তবে উত্তম। শরীর পবিত্র হওয়ার জন্য সাবান ব্যবহার জরুরী নয়।
(২) পানি দিয়ে ধৌত করার পর নাপাকীর কোনো চিহ্ন না থাকলেও যদি নাপাকীর গন্ধ থেকে যায়, তাহলে তা পাক হবে।
(৩) নিংড়ানো বলতে চিপানো।
(৪) শরীর পবিত্রই থাকবে।
(৫) শুধুমাত্র পা ধৌত করলেই হবে।
(৬) শরীরে প্রস্রাব/পায়খানা লাগলে কি শুধু ওই স্থান ধুলেই হবে ।
(৭) যদি ভেজা বীর্য হতে লেগে যায় তাহলে হাত ধৌত করলেই হবে। তবে নিজের বীর্য বের হলে গোসল ফরয হবে।