১. একটি নাপাক পায়জামা ধোয়ার জন্য ডিটারজেন্ট মিশিয়ে ট্যাপের নিচে রেখে পানি ছেড়ে দেয়া হয় এবং বেশ সময় নিয়ে ভালোভাবে ধোয়া হয়। কিন্তু ধোয়ার পর ভালোভাবে চাপ দিলে একেবারেই সামান্য ডিটারজেন্ট মিশ্রিত পানি বের হয়। এখন এমন অবস্থায় পায়জামা ধোয়া কি শুদ্ধ হয়েছে?
২. অনেক সময় নাপাক কাপড় ধোয়ার পর তার চেইন অথবা বোতাম এ সামান্য সাবান লেগে থাকে? এখন এই লেগে থাকা সাবান কি নাপাক? (যদিও ট্যাপের নিচে রেখে ভালোভাবে ধোয়া হয়)