জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গোনাহের কাজ ব্যতীত অন্যান্য সমস্ত কাজে মাতাপিতার বিধিনিষেধের অনুসরণ করা ওয়াজিব। কেননা রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহিসসালাম বলেছেন,
ﻻ ﻃﺎﻋﺔ ﻓﻲ ﻣﻌﺼﻴﺔ ﺇﻧﻤﺎ ﺍﻟﻄﺎﻋﺔ ﻓﻲ ﺍﻟﻤﻌﺮﻭﻑ
গোনাহের কাজে কারো অনুসরণ করা যাবে না,অনুসরণ একমাত্র নেককাজ সমূহেই করা যাবে। (সহীহ বুখারী-৭২৫৭,সহীহ মুসলিম-১৮৪০)
অন্যত্র বর্ণিত আছে
ﻟَﺎ ﻃَﺎﻋَﺔَ ﻟِﻤَﺨْﻠُﻮﻕٍ ﻓِﻲ ﻣَﻌْﺼِﻴَﺔِ ﺍﻟﻠَّﻪِ ﻋَﺰَّ ﻭَﺟَﻞَّ
আল্লাহর অবাধ্যতায় কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না।(মুসনাদে আহমদ-১০৯৮)
বিস্তারিত জানুনঃ
★পিতা মাতার অনুমতি ব্যাতিত নফল রোযা রাখা জায়েজ আছে।
তবে শরয়ী ওযরবশত তারা নিষেধ করলে সেটি মানা যাবে।
পিতা মাতা যদি শরয়ী ওযর ব্যাতিত নফল রোযা রাখা থেকে বিরত থাকতে বলে,তাহলে তারা নিষেধ করার কারনে গুনাহগার হবে।