আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ।
১. হায়েজ অবস্থায় হিসনুল মুসলিম এপ এ থাকা সকাল সন্ধ্যার সকল যিকিরগুলো করা যাবে কি এবং ফজিলত পাওয়া যাবে কি?
২. হায়েজ অবস্থায় আযানের দুআ পড়া যাবে?
৩. কোনো আত্মীয়ের নাবালেগ বাচ্চা যদি খুব বেশি দুষ্টামি করে, যেমনঃ বড়দের অবাধ্য হওয়া, গালিগালাজ করা, ঘরের জিনিসপত্রের ভাঙচুর, অন্য আত্নীয়স্বজনদের সাথে খারাপ ব্যবহার ইত্যাদি অসহ্য কাজগুলো অন্য কাউকে বললে যে "অমুকের ছেলেটা খুব বেশি দুষ্ট। সহ্য করা যায় না।" এধরণের কাজগুলো তাদেরকে বললে কি গীবত হবে? এগুলো বলার উদ্দেশ্য তার সম্পর্কে দুর্নাম রটানো না, কথার মধ্যে দুষ্টামির কথা চলে আসলে তার এসব কাজ তুলে ধরা হয়।
৪. নাবালেগ ছোটভাই তার বড় বোনকে খুব বেশি বিরক্ত করলে এবং দুর্ব্যবহার করলে সেইসব কাজের কথা বড়বোন যদি তার মাকে বলে তাহলে গীবত হবে কি?
৫. যিকির করার জন্য শুধু কি ঠোঁট নাড়াই যথেষ্ট, নাকি আওয়াজও হতে হবে? যদি ফিসফিস আওয়াজও শোনা না যায়, শুধু মুখ নড়ে, তাহলে কি যিকির হবে?
জাযাকুমুল্লাহ খইর