ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
খারাপ ভিডিও দেখি চুড়ান্ত পর্যায়ের বেহায়াপনা। এর জন্য কঠিন শাস্তি পেতে হবে।
হস্তমৈথুনের নিষেধাজ্ঞা যদিও সহীহ সনদে বর্ণিত কোনো হাদীসে সরাসরি আসেনি, তথাপিও তাকে শরীয়তের অন্যান্য দলিলপত্রাদি দ্বারা উলামাগণ হারাম সাব্যস্ত করে থাকেন। যেমন আল্লাহ তা'আলা এক আয়াতে বিবাহবহির্ভূত এবং দাসী ব্যতীত সহবাসকে সীমালঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আল্লাহ তা'আলা বলেন-
" এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। " (সূরা-মু'মিনুন-৫-৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)যদি বিছানায় শুয়ে হস্তমৈথুন করে কিন্তু চাদরে কোন নাপাক নিশ্চিতভাবে না লাগে সেক্ষেত্রে বিছানা নাপাক হবে না।
(২) কেউ যদি এন্ড্রয়েড ফোনে অশ্লীল ভিডিও দেখে কিন্তু ফোনে কোন দৃশ্যমান নাপাক না লাগে, তাহলে ঐ ফোন নাপাক হবে না।
(৩) কেউ যদি এই ভিডিও দেখার সময় এয়ারফোনে তার খারাপ শব্দ শোনে, এয়ারফোন কি নাপাক হবে না।