আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
230 views
in পবিত্রতা (Purity) by (48 points)
আমাদের জেনারেশনের অধিকাংশ ছেলে-মেয়েরা খারাপ ভিডিও দেখে অভ্যস্ত৷
ঈদের সময় বা আত্মীয়-স্বজন আসলেই আমরা কাজিনরা পাশের নানুবাড়িতে আড্ডা দিয়ে একসাথে ঘুমায়৷ আমরা জানি, সে বাড়িতে যে কাজিনরা থাকে ওরা রাতে অশ্লীল ভিডিও দেখে বিছানাতেই হস্তমৈথুন করে৷ আবার এগুলো পরিস্কার করার ব্যাপারে বেশ উদাসীন৷ বললেও হেলাফেলা করে৷ যখন থাকতে যাই, তখন তো এমন বিষয়ে প্রশ্ন করা যায়না৷ করলেও সঠিক উত্তর দেবেনা৷ আবার ওদের ফোনে সবাই মিলে গেম খেলা লাগে, হয়ত এয়ারফোন ও ব্যবহার করতে হয়৷ এখন প্রশ্ন হচ্ছে,

১৷ যদি বিছানায় শুয়ে হস্তমৈথুন করে কিন্তু চাদরে কোন নাপাক নিশ্চিতভাবে না লাগে সেক্ষেত্রেও কি বিছানার চাদর নাপাক থাকবে?

২। কেউ যদি এন্ড্রয়েড ফোনে অশ্লীল ভিডিও দেখে কিন্তু ফোনে কোন দৃশ্যমান নাপাক না লাগে, তবুও কি ফোন বা ফোন স্ক্রিন নাপাক থাকবে?

৩৷ কেউ যদি এই ভিডিও দেখার সময় এয়ারফোনে তার খারাপ শব্দ শোনে, এয়ারফোন কি নাপাক হবে? বা কানও নাপাক হবে?

1 Answer

0 votes
by (589,590 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
খারাপ ভিডিও দেখি চুড়ান্ত পর্যায়ের বেহায়াপনা। এর জন্য কঠিন শাস্তি পেতে হবে।
https://www.ifatwa.info/4344 নং ফাতাওয়ায় আমরা বলেছিলাম যে, 
হস্তমৈথুনের নিষেধাজ্ঞা যদিও সহীহ সনদে বর্ণিত কোনো হাদীসে সরাসরি আসেনি, তথাপিও তাকে শরীয়তের অন্যান্য দলিলপত্রাদি দ্বারা উলামাগণ হারাম সাব্যস্ত করে থাকেন। যেমন আল্লাহ তা'আলা এক আয়াতে বিবাহবহির্ভূত এবং দাসী ব্যতীত সহবাসকে সীমালঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আল্লাহ তা'আলা বলেন- 
" এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। " (সূরা-মু'মিনুন-৫-৭)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)যদি বিছানায় শুয়ে হস্তমৈথুন করে কিন্তু চাদরে কোন নাপাক নিশ্চিতভাবে না লাগে সেক্ষেত্রে বিছানা নাপাক হবে না। 
(২) কেউ যদি এন্ড্রয়েড ফোনে অশ্লীল ভিডিও দেখে কিন্তু ফোনে কোন দৃশ্যমান নাপাক না লাগে, তাহলে ঐ ফোন নাপাক হবে না। 
(৩)  কেউ যদি এই ভিডিও দেখার সময় এয়ারফোনে তার খারাপ শব্দ শোনে, এয়ারফোন কি নাপাক হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 144 views
...