আসসালামুআলাইকুম,
১।বালতির পানিতে যদি কোন অপবিত্র পানির ছিটা পরে তাহলে কি বালতির পুরো পানি নাপাক হয়ে যায়?
নাপাক হয়ে গেলে বালতির পানি ফেলে দিলেই কি তা পাক হয়ে যাবে?নাকি বালতিও আলাদাভাবে পাক করতে হবে?.
২।অপবিত্র কাপড় ফ্লোরে রেখে মগ দিয়ে পানি ঢেলে কাঁচতে গেলে হাতের মধ্যে পানির ছিটা লাগে। এই অবস্থায় আবার মগ দিয়ে বালতির থেকে পানি আনতে গেলে ঐ পানির ছিটা যদি মগে বা বালতির পানিতে লাগে তাহলে কি মগ এবং বালতির পানি নাপাক হবে?