নামাজের মধ্যে মশা পায়ের কাছে চারদিকে ঘোরাঘুরি করে।ফলে দেখা যায় নামাজে উঠা বসার সময় পায়ের নিচে,হাটুর নিচে, হাতের নিচে,মশা মরে লেগে থাকে এবং কিছুটা রক্তও লেগে থাকে।পায়ে এবং জায়নামাজে।এমতাবস্থায় নামাজ চালিয়ে যাওয়া সহীহ কিনা? আমি নামাজ ছেড়ে দেইনা কারন আমি শুনেছিলাম মশার রক্ত পাক।