উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঠোটের নিচের অংশে যে দাড়ি গজিয়ে থাকে তা ছেটে ফেলা জায়েজ হবে না। এটি রাখাও জরুরী। {ফাইজুল বারী-৪/৩৮০}
فإنَّ قطعَ الأشعار التي على وسط الشَّفة السُّفلى، أي العَنْفقة، بدعة، ويقال لها: “ريش بجه” (فيض البارى على صحيح البخارى، كتاب اللباس، باب قَصِّ الشَّارِبِ-4/380
সারমর্ম হলো ঠোঁটের নিচের দাড়ি কাটা বিদয়াত। তথা নাজায়েজ।
,
তবে কিছু কিছু স্কলারদের নিকটে এটি দাড়ি নয়।
কারন তারা বলেন যে যেহেতু এটা দাড়ির সীমানার ভিতর পরেনা,তাই এটা দাড়ি নয়।
সুতরাং তাদের মত অনুসারী এই মতটি অবলম্বন করতে পারবেন।
,
والله اعلم بالصواب
উত্তর লিখনে
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM