ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)কুরআন মানব জাতীর জন্য শেফা স্বরূপ।সুতরাং কুরআন দ্বারা যে কোনো ধরণের রোগের চিকিৎসা করানো যাবে।কুরআন সকল প্রকার রোগের চিকিৎসা স্বরূপ। উনার বক্তব্য "কোরআন/ হাদীস থেকে কুফরী বা যাদু-টোনা জাতীয় সব চিকিৎসা করানো যায় না" কথাটা সঠিক নয়। বরং জিবরাঈল আঃ রাসূল সাঃ কে জাদুর চিকিৎসা কুরআন দ্বারা শিখিয়েছেন।
(২) কুফরী করে কারো ক্ষতি করলে তখন গুনাহ হবে কিন্তু চিকিৎসা করালে গুনাহ হবে না। এ বক্তব্যও সঠিক নয়।
(৩)কেউ যদি কোরআন/হাদীস দিয়ে চিকিৎসা করে সমাধান না পেলে। সেক্ষেত্রে সাময়িকভাবে কুফরী দিয়েও চিকিৎসা করা যাবে না।
(৪) কুফরী দিয়ে চিকিৎসা করলে শুধু হুজুরেরই যে, গোনাহ হবে, তা নয়, বরং যারা করিয়েছে তাদের ও গোনাহ হবে।
(৫) উক্ত কাজে কোনো প্রকার সহায়তা করা আপনার জন্য জায়েয হবে না।