বিসমিহি তা'আলা
জবাবঃ-
এমন ইমামকেই নিয়োগ করা উচিৎ,যার তেলাওয়াত বিশুদ্ধ থাকবে।এটা কমিটির দায়িত্ব ও কর্তব্য।
আপনার বর্ণনামত উক্ত ইমামের পিছনে নামায পড়লে, নামায ফাসিদ হবে না।কেননা এখানে মাখরাজ পরিবর্তিত হয়ে অর্থ বিকৃত হচ্ছে না।তাই নিজ মহল্লার মসজিদে যদি এমন ইমাম নিয়োগ দেয়া হয়ে যায়,তাহলে আপাতত উনার পিছনেই নামায পড়তে হবে।এবং কমিটিকে হেকমতের মাস'আলা বুঝিয়ে ভবিষ্যতে বিশুদ্ধ তেলাওয়াতকারী কোনো ইমামকে নিয়োগের ব্যবস্থা করাই উত্তম হবে।তবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে,যাতে করে ফিতনা না হয়,এবং ইমাম সাহেবের জন্য মানহানিকর কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়।অন্যথায় আপনি আশপাশের কোনো মসজিদে নামায পড়ে নিতে পারেন।
আর যদি উনার তেলাওয়াতে এমন কোনো সমস্যা হয়,যার দরুণ অর্থের মধ্যে বিকৃতি সাধিত হয়ে যায়,তাহলে এমন ইমামের পিছনে নামায হবে না।এমন ইমামকে বদলাতে হবে। যদি বদলানোতে ফিতনার আশংকা থাকে,তাহলে নিজে একা একা নামাজ পড়ে নিতে পারবেন।আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.