কারো নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল বাতিন, আব্দুল খালিক্ব, আব্দুল হামিদ। এরকম আরোও আল্লাহর নামের আগে আব্দ লাগিয়ে মানুষের নাম রাখা হয়।
প্রশ্ন হলো, আমি যখন উপোরক্ত নাম যাদের আছে,,তাদের নাম বলতে গিয়ে যদি নিম্নোক্ত ভাবে ইচ্ছাকৃত ভুল করি, এতে আমার গুনাহ হবে কি?
নিম্নোক্ত---
আব্দুর রহমান এর = 'রহমান' যখন বলবো তখন রহমান এর ""বড় হা""" এর জায়গায় """ছোট হা"" দিয়ে ''রহমান'' বলা।
আব্দুর রহীম এর = 'রহীম' নাম শারীফ যখন বলবো, তখন রহীম এর "বড় হা" এর জায়গায় যদি "ছোট হা" দিয়ে 'রহীম' বলা।
আব্দুল খালিক্ব এর = 'খালিক্ব" নাম শারীফ যখন বলভো, তখন "খালিক্ব" নাম শারীফের লাস্টে "বড় ক্বাফ" এর স্থলে "ছোট কাফ" দিয়ে বলা।
আব্দুল বাছিত এর = বাছিত নাম শারীফ যখন বলবো, তখন 'বাছিত' নাম শারীফের লাস্টে 'ত্ব' এর স্থলে 'তা' দিয়ে বলা।
আব্দুল হামীদ এর = "হামীদ" নাম শারীফ যখন বলবো, তখন 'হামীদ' নাম শারীফের 'বড় হা' এর জায়গায় 'ছোট হা' দিয়ে 'হামিদ' বলা।
উপোরক্ত বর্নিত ভুল গুলি,, ইচ্ছাকৃত ভাবে করলে আল্লাহর নাম শারীফের চেইঞ্জ হবে তো অবশ্যই,,কিন্তু এতে গুনাহ হবে কি?