শরীয়ত সম্পর্কে অজ্ঞ্ ১৬ বছরের আমার বোন।
আজকে বললো,"ভাইয়া সূর্যকে আল্লাহ নাড়ান?"
আমি বললাম, 'হ্যা'।
তারপরেই বোন সূর্যের দিকে তাকিয়ে আমাকে উঠে বললো,,"অউউউ, আল্লাহকে দেখা যাচ্ছে"" (না'উযুবিল্লাহ্)। (জানিনা সূর্যকে বলেছে কি না,,তবে সূর্যের দিকে তাকিয়ে বলেছে"))
তারপর ১০ মিনিট পরে, আমি বোনের কাছ থেকে উপোরক্ত কথার ব্যাখ্যা চাইলাম!!!?
উত্তরে বোন বললো,,"আমি উপোরক্ত কথা এমনি এমনি বলেছি"
পরে আমি বোনকে বুজিয়ে বললাম,,"ওই সূর্য সৃষ্টি,এটা আল্লাহ নয়। আমরা কেউই আল্লাহকে দেখি নাই,,জান্নাত এ গিয়ে দেখবো""এভাবে আমি বুজালাম।
কিন্তু বোনকে ঈমান নবায়নের জন্য আর বলি নাই। আপনাদের পরামর্শ নিয়ে বলবো। কিন্তু বোনকে তাওবা করিয়েছি আর যাতে না করে।
প্রশ্ন হলো ::: উপোরক্ত বোনের বর্ননা অনুযায়ী বোনের ঈমান চলে যাবার আশংকা আছে কি? বা ঈমান নবায়ন জরুর কি?
(বি:দ্র: শরীয়ত এর জ্ঞান সমপ্ররকে অজ্ঞ। কিন্তু বোন পাগল নয়।))