উত্তর
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান অনুযায়ী ইসলামিক এ্যনিমেশন বা
এমন এ্যনিমেশন যেখানে মানুষের মুখের অবয়ব বুঝা যায়না,শরীয়তে খেলাফ কোনো কিছু যদি এতে না থাকে,এবং এটা যদি প্রয়োজনীয় হয়,(যেমন উল্লেখিত ভিডিওটি শিক্ষামূলক হয়) তাহলে এধরনের এ্যনিমেশন দেখা বা বানানো জায়েয হবে।
ফাতাওয়ায়ে তাতারখানীয়াতে আছে
ویکرہ التصاویر في الثوب، والکراہۃ إذا کانت الصورۃ کبیرۃ، وتبدو للناظر من غیر تکلف، فإذا کانت صغیرۃ أو ممحوۃ الرأس لا بأس بہ۔ (الفتاویٰ التاتارخانیۃ ۲
؍۲۰۳ رقم: ۲۱۴۹ زکریا
অর্থাৎ কাপড়ে ছবি মাকরুহ।
এই মাকরুহ ঐ সময়ে হবে,যখন এতো ছবি বড় হবে। সহজেই এটা দেখনেওয়ালার কাছে স্পষ্ট হয়।
আর যদি ছবি ছোট হয়,বা এমন হয়,যেখানে প্রানীর মাথা কাটা,তাহলে কোনো সমস্যা নাই।
প্রানীর ছবির মাথা অস্পষ্ট হলে এমন ছবি যুক্ত কাপড়ে নামাজ পড়া জায়েয আছে।
(কিতাবুন নাওয়াজেল ৪/১০০)
তবে কিছু উলামায়ে কেরামদের মত হলো যদি একেবারে মাথাই না থাকে,তাহলে জায়েজ।
অন্যথায় জায়েজ নয়।
তাই মাথা কেটে নিয়ে এসব ভিডিও তৈরী করাই সতর্কতা।
والله أعلم بالصواب
উত্তর লিখনে
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM