আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
1,126 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (22 points)
নিচের লিংকের ভিডিও টা দেখতে পাবেন, এধরনের ভিডিও।

https://www.facebook.com/100004103933157/videos/2146648582148585/
by
Jazakallah khairan
by
ধন্যবাদ ভাই.কিভাবে ফ্রি এ্যানিমেশ তৈরি করা যায় এর একটি টিউটোরিয়াল দিয়েছি এই সাইটে দেখতে পারেন।https://skillcenterbd.blogspot.com/2021/06/how-to-make-free-animation-without.html

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
উত্তর
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান অনুযায়ী ইসলামিক এ্যনিমেশন বা
এমন এ্যনিমেশন যেখানে  মানুষের মুখের অবয়ব বুঝা যায়না,শরীয়তে খেলাফ কোনো কিছু যদি এতে না থাকে,এবং এটা যদি প্রয়োজনীয় হয়,(যেমন উল্লেখিত ভিডিওটি শিক্ষামূলক হয়) তাহলে এধরনের এ্যনিমেশন দেখা বা বানানো জায়েয হবে। 


ফাতাওয়ায়ে তাতারখানীয়াতে আছে 

ویکرہ التصاویر في الثوب، والکراہۃ إذا کانت الصورۃ کبیرۃ، وتبدو للناظر من غیر تکلف، فإذا کانت صغیرۃ أو ممحوۃ الرأس لا بأس بہ۔ (الفتاویٰ التاتارخانیۃ ۲

؍۲۰۳ رقم: ۲۱۴۹ زکریا

অর্থাৎ কাপড়ে ছবি মাকরুহ।

এই মাকরুহ ঐ সময়ে হবে,যখন এতো ছবি বড় হবে। সহজেই এটা দেখনেওয়ালার কাছে স্পষ্ট হয়।

আর যদি ছবি ছোট হয়,বা এমন হয়,যেখানে প্রানীর মাথা  কাটা,তাহলে কোনো সমস্যা নাই।

প্রানীর ছবির মাথা অস্পষ্ট হলে  এমন ছবি যুক্ত কাপড়ে নামাজ পড়া জায়েয আছে।

(কিতাবুন নাওয়াজেল ৪/১০০)  
তবে কিছু উলামায়ে কেরামদের মত হলো যদি একেবারে মাথাই না থাকে,তাহলে জায়েজ। 
অন্যথায় জায়েজ নয়।
তাই মাথা কেটে নিয়ে এসব ভিডিও তৈরী করাই সতর্কতা। 

والله أعلم بالصواب 

উত্তর লিখনে 

মুফতী ওলি উল্লাহ 

ইফতা বিভাগ IOM     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...