আসসালামু আলাইকুম। আমি একজন ছাত্র,টিউশনি করিয়ে ইনকাম করতে আগ্রহী৷ টিউশনির অফার যখন আসে,তখন স্বাভাবিকভাবেই স্টুডেন্ট দের অভিভাবকের পেশা সম্পর্কে শুরুতেই জানা হয়ে উঠে না। পরে হয়তো জানতে পারি। প্রশ্ন হলো,সুদী ব্যাংকের কর্মকর্তা, উকালতি পেশার লোক বা অন্য কোনো হারাম/সন্দেহজনক পেশার লোকের সন্তানকে টিউশনি করিয়ে অর্থ উপার্জন কি হালাল?