ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)নারী পুরুষের নামাযের পার্থক্যর প্রবক্তা শুধুমাত্র হানাফি ফিকহ-ই নয়, বরং এ মতের পক্ষ্যে আরোও অনেকে রয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/498
(২)
সর্বাবস্থায় মহিলার জন্য উত্তম হল ঘরের মধ্যে নামায পড়া,কেননা নবী কারীম সাঃ বলেন
( ﻻ ﺗﻤﻨﻌﻮﺍ ﻧﺴﺎﺀﻛﻢ ﺍﻟﻤﺴﺎﺟﺪ ، ﻭﺑﻴﻮﺗﻬﻦ ﺧﻴﺮ ﻟﻬﻦ ) ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ( 567 ) ﻭﺻﺤﺤﻪ ﺍﻷﻟﺒﺎﻧﻲ ﻓﻲ ﺻﺤﻴﺢ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ .
তোমরা মহিলাদিগকে মসজিদ থেকে বাধা প্রদান করবেনা এবং ঘর-ই হল তাদের জন্য ইবাদতের উত্তম স্থান।(আবু-দাউদ,৫৬৭)
(৩) শায়খ আহমাদুল্লাহ একজন বিজ্ঞ আলেম। তবে উনি কোন মাযহাবকে অনুসরণ করে থাকেন, তা আমাদের জানা নাই। উনাকে জিজ্ঞাসা করে নেওয়াই ভালো।
(৪) নারীরা মসজিদে যেতে চাইলে তাদেরকে বাধা প্রদান করা হবে।