আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
244 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (87 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
আমার কিছু প্রশ্ন ছিলঃ
১/ অনেকেই বলে থাকেন নারী পুরুশ একত্রে নামাজ আদায় করত নবিজির আমলে(নারীরা পিছে পুরুষরা সামনে) তাই আদের নামাজ এ পার্থক্য নেই। কিন্তু হানাফি মাজহাব এ পার্থক্য কেন? সুধু কি এই মাজহাব এই পার্থক্য।
২/ নবিজি এর একটি হাদিস শুনেছি যে তমাদের স্ত্রী রা মসজিদ এ যেতে চেলে বাঁধা দিয় না। এক্ষেত্রে যদ্দুর জানি ফিতনা এর ব্যপারে বলা ছিল না।ছানাফি মাজহাব এ কি এটা নিসিদ্ধ ??
৪/ তাহলে নারীরা মসজিদ এ যেতে চইলে কি করণীয়??
৩/ শায়েখ আহমাদুল্লাহ কি হানাফি ফিকহ এর অনুসারী আলীম?? তার কাছ থেকে ফিকহি মাসালা নিতে গেলে কি শুধু তার ই কাছ থেকে নিতে হবে নাকি সমন্বয় সাধন করা যাবে??

আমার কোন ইলম নেই এবং জ্ঞান এর অনেক স্বল্পতা রয়েছে সেজন্য জিজ্ঞেস করলাম দয়া করে বিস্তারিত জানাবেন।

জাযাকাল্লাহু খইরন।।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)নারী পুরুষের নামাযের পার্থক্যর প্রবক্তা শুধুমাত্র হানাফি ফিকহ-ই নয়, বরং এ মতের পক্ষ্যে আরোও অনেকে রয়েছেন। এ সম্পর্কে  বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/498

(২) 
সর্বাবস্থায় মহিলার জন্য উত্তম হল ঘরের মধ্যে নামায পড়া,কেননা নবী কারীম সাঃ বলেন
( ﻻ ﺗﻤﻨﻌﻮﺍ ﻧﺴﺎﺀﻛﻢ ﺍﻟﻤﺴﺎﺟﺪ ، ﻭﺑﻴﻮﺗﻬﻦ ﺧﻴﺮ ﻟﻬﻦ ) ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ( 567 ) ﻭﺻﺤﺤﻪ ﺍﻷﻟﺒﺎﻧﻲ ﻓﻲ ﺻﺤﻴﺢ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ .
তোমরা মহিলাদিগকে মসজিদ থেকে বাধা প্রদান করবেনা এবং ঘর-ই হল তাদের জন্য ইবাদতের উত্তম স্থান।(আবু-দাউদ,৫৬৭)
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/5331

(৩) শায়খ আহমাদুল্লাহ একজন বিজ্ঞ আলেম। তবে উনি কোন মাযহাবকে অনুসরণ করে থাকেন, তা আমাদের জানা নাই। উনাকে জিজ্ঞাসা করে নেওয়াই ভালো। 

(৪) নারীরা মসজিদে যেতে চাইলে তাদেরকে বাধা প্রদান করা হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...