ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)যিনি আপনার নিকট সর্বদা টাকা চান, তিনি যদি নিতান্তই গরীব মিসকিন হন, তাহলে আপনি উনাকে যাকাত বা সুদের টাকা দিতে পারবেন। তবে উনার কাছ থেকে উক্ত টাকার বিনিময়ে কিছু হাসিল করা যেমন, ঘরের কাজকর্ম করা, বা ভিন্ন কিছূ করানো, এসব আপনি উনার মাধ্যমে করাতে পারবেন না।
(২) ওযুর পর শরীরে ব্যবহৃত পাউডার দিলে ঐ জায়গা ধুয়ে নামাজ পড়ার প্রয়োজন নাই। কেননা ফাউডার সাধারণত নাপাক হয় না। তবে হ্যা, কোনো ফাউডার সম্পর্কে নাপাকির পূর্ণ ইয়াকিন বিশ্বাস থাকলে উক্ত ফাউডার দিয়ে নামায হবে না যদি তা একদিন দিরহাম জায়গা থেকে বেশী জায়গা পরিমাণ প্রশস্ত হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/118
(৩) কাপড়ে পাউডার,সাবান লেগে থাকলে,কাপড় এর ঐ জায়াগা ধুয়ে নামাজ পড়তে হবে না। তবে হ্যা, কোনো সাবান বা ফাউডার সম্পর্কে নাপাকির পূর্ণ ইয়াকিন বিশ্বাস থাকলে উক্ত সাবান বা ফাউডার যদি কাপড়ে একদিন দিরহাম জায়গা থেকে বেশী পরিমাণ জায়গা প্রশস্ত হয়। তাহলে উক্ত কাপড় নিয়ে নামায হবে না।
(৪) মুখ দিয়ে যদি এই পরিমাণ রক্ত বের হয়, যা প্রাবহিত হয়ে যায়, তাহলে উক্ত রক্ত বের হওয়ার দ্বারা অজু নষ্ট হয়ে যাবে।
(৫) কাপড়ে এক দিরহাম থেকে বেশী পরিমান জায়গা জুড়ে যদি রক্ত থাকে, তাহলে ঐ কাপড় নিয়ে নামায হবে না।