ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) আপনার মা আপনার নানীর সাথে আলাপ আলোচনা করে রাজী করিয়ে তাকে গ্রামের সম মূল্যর জায়গার দিয়ে দিবেন। জীবদ্দশায়ও দিয়ে যেতে পারবেন। এবং অসিয়তও করে যেতে পারবেন। এতে আপনার মার কোনো গোনাহ হবে না।
(২) আপনার নানী রাজী থাকলে কাজটি জায়েয হবে। এমনকি ভবিষ্যত ফিতনার মূলৎপাঠন করার জন্য উক্ত কাজ উত্তম বলে বিবেচিত হবে।
যদি আপনার নানী রাজী না থাকেন, এবং আপনার মা ফিতনাকে দূরী করণার্থে যদি তিনি বাসা আপনারা ভাই-বোনদেরকে দিয়ে যান, তাহলে তা অনুত্তম হবে। কিন্তু যদি আপনার মার উদ্দেশ্য থাকে, আপনার নানীকে বঞ্চিত করা, তাহলে শুধুমাত্র আপনাদেরকে বাসার জায়গা দিয়ে দেয়া আপনার মায়ের জন্য নাজায়েয হবে।
(৩) আপনার বাবা যদি আপনার মায়ের অনুমিত নিয়ে সেই জায়গায় বাসা তৈরী করে থাকেন, তাহলে এই বাসার হিস্সা আপনার নানী পাবেন না। বরং উনি শুধুমাত্র জায়গার অংশ পাবেন। এবং বাসার হকদার আপনার বাবার ওয়ারিছরাই হবে। আপনার নানী হয়তো আপনাদের কাছ থেকে উনার অংশের সমমূল্য গ্রহণ করবেন। নতুবা উনি আপনার মায়ের ভিন্ন জায়গা চয়েজ করে নিবেন। কেননা বাবার টাকায় নির্মিত হিসেবে বাসায় আপনাদের নানীর কোনো অধিকার নাই। এবং মায়ের জায়গা হিসেবে উক্ত জায়গার সিংহ ভাগ জায়গা আপনাদের । তাই হয়তো আপনার নানী উনার অংশের সমমূল্য গ্রহণ করবেন। অথবা ভিন্ন জায়গা গ্রহণ করবেন।