ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী:
مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّامِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ
“যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল অতঃপর এ রোজার পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল।” [সহিহ মুসলিম-১১৬৪]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
হাদীসে রাসূল সাঃ বলছেন, যে ব্যক্তি রমজানের পূর্ণ রোযাকে সমাপ্ত করবে, তারপর শাওয়ালের ছয় রোযাকে পূর্ণ করবে, সে যেন গোটা রমজানকে পূর্ণ করলো।
এই হাদীসের আলোকে বুঝা যাচ্ছে যে,যদি রমজানে রোযা কাযা হয়ে থাকে, তাহলে প্রথমেই রমজানের কাযা রোযাকে পূর্ণ করতে হবে।তারপর শাওয়ালের রোযা রাখতে হবে।