ই-কমার্স থেকে বিভিন্ন ব্রেন্ডের ভাউচার দেওয়া হয় যেখানে ৫০/৬০% ছাড় দেওয়া হয় যেমন: বাটা, এপেক্স, ইনফিনিটি। সেই ভাউচার দিয়ে সেই ব্রেন্ড এর সপ এ গিয়ে কেনাকাটা করা যায়। এক্ষেত্রে ভাউচার ডেলিভারি/এক্টিভেট হতে ২১/৩০ দিন সময় নেয়। এক্টিভেট হওয়ার সাথে সাথে বা কিছু দিনের মধ্যে কেনা কাটা করে ফেলি বা সেল দিয়ে দেই। এই পলিসি গুলো আগেই বলে দেওয়া থাকে। এবং কি কি পন্য কিনতে পারবো সেটাও বলা থাকে আগে। এই ক্ষেত্রে এই ভাউচার দিয়ে শপিং করা নিয়ে কি বলা যায়?
যদি ভাউচার দিয়ে জুতা/জামা কিনে সেল করি করা যাবে নাকি?
আমি ইতোমধ্যে কেনাকাটা করেছি
(ভাউচার একটা ডিস্কাউন্ট কুপন যা কম্পানি দিয়ে থাকে) ডিস্কাউন্ট বলা চলে.)