ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শয়তান কাকে কখন ধোক দেয় তার কোনো ইয়ত্তা নাই। তাই সতর্কতা মূলক অবস্থান হল, বিনা প্রয়োজনে আপনি মেয়েদের গ্রুপে থাকবেন না। হ্যা, যদি এমন হয় যে, তাদের দ্বীনের প্রয়োজনে আপনার প্রয়োজন রয়েছে। তাহলে এমতাবস্থায় আপনি জরুরত পর্যন্ত তাদের ওখানে অবস্থান করতে পারবেন। উত্তম হল, আপনি আপনার স্ত্রী বা বোন কে ঐ গ্রুপে এড রাখবেন।