বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সমাজে হাতেগুনা কয়েকজন মানুষই বন্ধ্যা হয়ে থাকে আল্লাহর হুকুমে। নতুবা সমাজে প্রায় সকল মহিলারই বেশী বেশী সন্তান জন্ম দানের বিশেষ ক্ষমতা রয়েছে।
তাই বলা যায় যে, উক্ত হাদীসে মূলত রাসূল সাঃ মহিলাদেরকে বেশী বেশী সন্তান নেয়ার তাগিদ দিয়েছেন।
(২) নারীদের জন্য রেশমি কাপড় পরিধান করা জায়েয। তবে পুরুষের জন্য হারাম।
আলী (রাঃ) হতে বর্নিত। তিনি বলেন, নাবী (সাঃ) আমাকে একজোড়া রেশমী কাপড় দিলেন। আমি তা পরিধান করলাম। তার মুখমণ্ডলে গোস্বার ভাব দেখতে পেয়ে আমি আমার মহিলাদের মাঝেে তা বণ্টন করে দিলাম। বুখারিঃইঃফাঃ৫৪২২ আহমাদঃ ১১৭১
আলী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রসূলূল্লাহ (সাঃ) কে দেখেছি, তিনি ডান হাতে রেশম ধরলেন এবং বাম হাতে সোনা, অতঃপর বললেন, আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি বস্তু হারাম।’’ আবু দাউদঃ ৪০৫৭, নাসায়িঃ ৫১৪৪, ইবন মাজাহঃ৩৫৯৫
(৩) বাদ্যযন্ত্র নয় তবে সাউন্ড ইফেক্টের বলতে আপনি কি বুঝিয়েছেন? কমেন্টে আমাদেরকে একটু খুলে বলবেন।
(৪) স্রাব ধৌত করে তার পর অজু করে বিনা করবেন।