ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত।
أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَتْبَعُ الدَّجَّالَ مِنْ يَهُودِ أَصْبَهَانَ سَبْعُونَ أَلْفًا عَلَيْهِمُ الطَّيَالِسَةُ " .
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আসবাহান এর সত্তর হাজার ইয়াহুদী দাজ্জালের অনুসারী হবে, তাদের শরীরে (তায়ালিসাহ) কালো চাদর থাকবে। (সহীহ মুসলিম-২৯৪৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আহলে আরবরা আধিক্য বুঝাতে গিয়ে তারা ৭০ কে ব্যবহার করত। যেমন আমরা টাকার আধিক্য বুঝাতে গিয়ে লাখ লাখ বা কোটি কোটি ব্যবহার করে থাকি। সুতরাং হাদীসে ৭০ হাজার ব্যবহার দ্বারা আধিক্যকে বুঝানো হয়েছে।