বিসমিল্লাহির
রাহমানির রাহিম
উত্তর
উল্লেখিত
প্রশ্নে কয়েকটি প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।
১/
আপনি যে হাদিসের কথা বলেছেন, বিশুদ্ধ সূত্রে এমন কোন হাদিস বর্ণিত
হয়েছে বলে আমাদের জানা নেই। কোথায় পড়েছেন- রেফারেন্স জানা থাকলে কমেন্টে উল্লেখ
করার অনুরোধ রইলো।
২/ ‘তোমার সাথে থাকবো না, তালাক দিয়ে দিব’ এ জাতীয় কথা বলার দ্বারা তালাক সংগঠিত হয় না।
তবে তালাক প্রসঙ্গে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলা উচিত।
ফাতাওয়ায়ে তানকিহুল হামিদিয়্যাহতে উল্লেখ রয়েছে-
صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب في الحال كما صرح به
الكمال بن الهمام،
‘ভবিষ্যতকালীন শব্দ
দ্বারা কোন তালাক সংঘটিত হয় না। তবে তা প্রবলভাবে বর্তমানকালীন অর্থ বুঝালে ভিন্ন
কথা।’ (তানকিহ : ১/৩৮) আরো দ্রষ্টব্য (রদ্দুল মুহতার : ৩/৩১৯, ফাতাওয়ায়ে উসমানী :
২/৩৪৫)
৩/ ‘এক তালাক , দুই তালাক এমন কি
প্রতিবারের জরেচিএশব কথার জন্য হিসাব হবে? এমন সন্দেহ হলে মাঝে মাঝে আবার বিয়ে করে
নিতে হবে?’ আপনার কথার এই অংশটুকু অস্পষ্ট। স্পষ্টভাবে
উল্লেখ করে পুণরায় প্রশ্ন করার অনুরোধ রইলো।
আল্লাহ তাআলা ভালো জানেন।
উত্তর প্রদান
মুফতী মুহাম্মাদ মাহবুবুল হাসান
ফাতওয়া বিভাগ, IOM