আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
210 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আসসালামুয়ালাইকুম,

আমি একটি হাদিসে পড়েছি শেষ জামানায়ে husband wife জিনা বেভিচার করবে। এটার মানে কি এই যে, তারা কথা বার্তায়ে তোমার সাথে থাকবো না, তালাক দিএ দিব-এসব কথা বার্তা বললেই তালাক হয়ে যাবে। এক তালাক , দুই তালাক এমন কি প্রতিবারের জরেচিএশব কথার জন্য হিসাব হবে? এমন সন্দেহ হলে মাঝে মাঝে আবার বিয়ে করে নিতে হবে? এমন অবস্থায়ে পূর্বের কৃতকর্মের জন্য কি করনিও।
বিস্তারিত জানাবেন।

যাঝাকাল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (660 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

উত্তর

উল্লেখিত প্রশ্নে কয়েকটি প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

১/ আপনি যে হাদিসের কথা বলেছেন, বিশুদ্ধ সূত্রে এমন কোন হাদিস বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। কোথায় পড়েছেন- রেফারেন্স জানা থাকলে কমেন্টে উল্লেখ করার অনুরোধ রইলো।

 

২/ ‘তোমার সাথে থাকবো না, তালাক দিয়ে দিব’ এ জাতীয় কথা বলার দ্বারা তালাক সংগঠিত হয় না। তবে তালাক প্রসঙ্গে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলা উচিত। ফাতাওয়ায়ে তানকিহুল হামিদিয়্যাহতে উল্লেখ রয়েছে- 

صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب في الحال كما صرح به الكمال بن الهمام،

 ‘ভবিষ্যতকালীন শব্দ দ্বারা কোন তালাক সংঘটিত হয় না। তবে তা প্রবলভাবে বর্তমানকালীন অর্থ বুঝালে ভিন্ন কথা।’ (তানকিহ : ১/৩৮) আরো দ্রষ্টব্য (রদ্দুল মুহতার : ৩/৩১৯, ফাতাওয়ায়ে উসমানী : ২/৩৪৫)

 

৩/  ‘এক তালাক , দুই তালাক এমন কি প্রতিবারের জরেচিএশব কথার জন্য হিসাব হবে? এমন সন্দেহ হলে মাঝে মাঝে আবার বিয়ে করে নিতে হবে?  আপনার কথার এই অংশটুকু অস্পষ্ট। স্পষ্টভাবে উল্লেখ করে পুণরায় প্রশ্ন করার অনুরোধ রইলো।

  

আল্লাহ তাআলা ভালো জানেন।

 উত্তর প্রদান

মুফতী মুহাম্মাদ মাহবুবুল হাসান

ফাতওয়া বিভাগ, IOM

by (4 points)
আসসালামুয়ালাইকুম,

৩। কোন দম্পত্তি যদি বিবাদে লিপ্ত হয়ে তালাক দিএ দিব, এক সাথে থাকব না এসব কথা বলে, আবার বিবাদ যখন মিটে যায়ে তখন ভুল বুঝতে পারে।তারা আসলে কেও কাউকে ছাড়া থাকতে পারে না। কিন্তু এখন যদি মনে যদি সন্দেহ থাকে যে আমাদের তালাক হয়ে গেছে কিনা তখন কি সতর্কতার জন্য আবারো বিয়ে করে নেয়া উত্তম?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...