আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।।
বিজ্ঞ মুফতিয়ানে কেরাম!
আমার বোনের মোহরানা বাবদ ৪ ভরি স্বর্ণ তার স্বামী দেন।তার কাছে প্রয়োজন অতিরিক্ত কোনো অর্থ নেই যার ফলে তার টাকা রূপার নিসাবে হিসাব করে যাকাত দিতে হবে।
তার স্বামীর প্রয়োজনে সে(বোন) ২ ভরি মতো স্বামীকে দেন এবং স্বামী বলে তিনি সামর্থ্যবান হলে তাকে আবার স্বর্ণ কিনে দিবে।
এখন তার স্বামী স্বর্ণ বিক্রি করে ব্যবসার কাজে লাগিয়েছে।।
প্রশ্ন হচ্ছে তার স্বামী ওই স্বর্ণ টাকায় রূপান্তরিত করায় বছর পূর্ণ হলে বোনের উপর যাকাত আসবে কিনা? বোন তো দুলাভাইকে স্বর্ণ দিয়েছে,দুলাভাই পরে বোনকে আবার স্বর্ণ কিনে দিবে।
এক্ষেত্রে কোনো সূরত আছে কিনা একটু দয়া করে জানালে উপকৃত হবো? জাযাকাল্লাহ