শরীয়তের বিধান হলো হুন্ডি বা চোরাই পথে টাকা আনা জায়েজ নেই।
আল্লাহ তায়ালা এরশাদ করেনঃ
قال اللّٰہ تعالیٰ: {وَلَا تُلْقُوْا بِاَیْدِیْکُمْ اِلَی التَّہْلُکَۃِ وَاَحْسِنُوْا اِنَّ اللّٰہَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ} [البقرۃ، تحت رقم: ۱۹۵]
,
আর ব্যয় কর আল্লাহর পথে,তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। নিশ্চয়ই আল্লাহ তায়ালা ইহসান কারীদের ভালোবাসেন। [সূরা বাকারা-১৯৫]
,
أن طاعۃ الإمام فیما لیس بمعصیۃ فرض۔ (الدر المختار مع الشامي ۶؍۴۱۶ زکریا)
সরকারের কোনো আইন যদি গুনাহের না হয়,তাহলে তা মানা জরুরি।
وفي الشامیۃ: طاعۃ الإمام فیما لیس بمعصیۃ واجبۃ۔ (شامي ۳؍۵۳ زکریا)
সরকারের কোনো আইন এতে যদি গুনাহের কিছু না থাকে,তাহলে তা মানা জরুরি।
সুতরাং যেহেতু রাষ্ট্রীয় আইনে হুন্ডির ব্যবসা নিষিদ্ধ।
তবে এক্ষেত্রে যেই টাকা পাঠানো হলো,সেই টাকা হালালই থাকবে,পাঠানোর পদ্ধতি শুধু নাজায়েজ হবে।
,
আরো জানুনঃ