বিসমিহি তা'আলা
জবাবঃ-
সূর্যোদয়ের পর থেকে নিয়ে যাওয়াল তথা সূর্য মধ্যভাবে অবস্থানের পর পশ্চিম দিকে ঢলে পড়ার পূর্ব পর্যন্ত।(মধ্যখানে অবস্থানের সময় নামায পড়া হারাম)অর্থাৎ হারামের সময়ের পূর্ব পর্যন্ত।তবে উত্তম হল দিনের এক চতুর্থাংশ চলে যাবার পর সালাতুদ-দোহা পড়া। দিন যদি ১২ঘন্টায় হয়, তাহলে চার ভাগের একভাগ হল ৩ঘন্টা।সুতরাং সূর্যোদয়ের পর ৩ঘন্টা অতিবাহিত হওয়ার পরই দোহা পড়া উত্তম। বিস্তারিত জানুন- 1929
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.