শরীয়তের বিধান হলো ইচ্ছাকরে বয়স কমিয়ে লিখানো জায়েয হবে না।এটা স্পষ্টত ধোঁকা।
আর ধোঁকা দেয়া হারাম।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
কেউ উক্ত চাকুরী গ্রহণ করে নিলে যদিও উক্ত কাজ অনুচিৎ হবে,তাকওয়ার পরিপন্থী কাজ হবে।তবে পরবর্তী বেতন ভাতা হারাম হবে না।
,
★সুতরাং সার্টিফিকেটে বয়স কম লেখা জায়েজ নয়,এটা ধোকা।
তবে এই ধোকার কারনে উক্ত চাকুরী হারাম হবেনা,কারন সে নির্ধারিত পরিশ্রম করেই ইনকাম করছে।
আরো জানুনঃ
(০২)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার মিথ্যা বলার গুনাহ হবে।
যার কাছে এই মিথ্যা বলে আপনি বাসে উঠলেন,সেতো আপনার এই মিথ্যা জানেনা।
তাই তার গুনাহ হবেনা।
,
মিথ্যা বলা সম্পর্কে জানুনঃ