বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নামায
রুকু থেকে উঠার সময় তো আমরা سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهْ পড়ি ।কিন্তু অনেকে ع এর উচ্চারণ করার পরিবর্তে ا (আলিফ)উচ্চারণ করে নিলে নামাযের কোনো সমস্যা হবে না।কেননা রুকু থেকে উঠার সময়ে উক্ত দু'আ পড়া সুন্নত।
ক্ষতিকর প্রাণী হত্যা:
ক্ষতিকর প্রাণী হত্যা করা জায়েয।
প্রাণীকে এভাবে বোকা রেখে হত্যা করা জায়েয হবে না, বরং ঐ প্রাণীকে হত্যার প্রয়োজন হলে,তাকে উত্তমরূপে হত্যা করতে হবে।
কোনো প্রাণীকে যথাসম্ভব কষ্ট দিয়ে হত্যা করা যাবে না।নবীজী সাঃ বলেনঃ
ﺇﻥّ ﺍﻟﻠﻪَ ﻛَﺘَﺐَ ﺍﻹِﺣْﺴَﺎﻥَ ﻋَﻠَﻰْ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ، ﻓَﺈِﺫَﺍ ﻗَﺘَﻠْﺘُﻢْ ﻓَﺄَﺣْﺴِﻨُﻮﺍ ﺍﻟﻘِﺘْﻠَﺔَ ، ﻭَﺇِﺫَﺍ ﺫَﺑَﺤْﺘُﻢْ ﻓَﺄَﺣْﺴِﻨُﻮﺍ ﺍﻟﺬّﺑْﺢَ ، ﻭَﻟْﻴُﺤِﺪَّ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﺷَﻔْﺮَﺗَﻪ ، ﻓَﻠْﻴُﺮِﺡْ ﺫَﺑِﻴْﺤَﺘَﻪ
নিশ্চয় আল্লাহ তা'আলা প্রত্যক জিনিষের জন্য উত্তম আচরনের কথা লিখে দিয়েছেন।সুতরাং যখন তোমরা হত্যা করবে তখন তোমরা উত্তমভাবে হত্যা করো।আর যখন তোমরা জবেহ করবে তখন উত্তমভাবে যবেহ করো।তোমাদের মধ্য থেকে কেউ যেন প্রথমে তার চুরিকে খোব দ্বার দেয়/তেজ করে তারপর সে উক্ত জন্তুর উপর চুরি প্রয়োগ করে জবেহ করার চেষ্টা করে।(সহীহ মুসলিম-১৯৫৫)
আপনার বর্ণিত লিংকের অনেক প্রশ্নের জবাব দেয়া হয়েছে।একবার লিংকে প্রবেশ করে দেখুন।