ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)কামভাব হল, বিপরিত লিঙ্গ কারো সাথে মনে সহবাসের ইচ্ছা জাগ্রত হওয়া। আর উত্তেজনা অর্থ হল, লিঙ্গ দাড়িয়ে দাওয়া বা এমনিতেই লিঙ্গে হাত লেগে লিঙ্গ দাড়িয়ে যাওয়া।
(২) অনুমানে কখনো হুরমত প্রমাণিত হবে না।
(৩) স্পর্শে খুব সম্ভবত লিঙ্গ দাড়ায় নি একটুও, মনে কামভাব ছিল না একটুও। মানসিক যুদ্ধ, ভয় চলছিল যেন কোনভাবেই না হয়ে যায়। এমতাবস্থায় হুরমত প্রমাণিত হবে না।
(৪) আপনি হানাফি মাযহাবকে অনুসরণ করার পর শুধুমাত্র এই কারণে আপনি মাযহাবকে পরিবর্তন করতে পারবেন না। বরং যে মাযহাবে আপনি আছেন, সেই মাযহাবের আলোকেই আপনাকে জীবন পরিচালনা করতে হবে। হুরমত প্রমাণিত হওয়ার সমস্ত রাস্তা আপনাকে বন্ধ করে দিতে হবে।