আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
এক হাদিসে শুনেছিলাম, রাসুলুল্লাহ(সা) বলেছেন- তোমাদের কেউ সাহরি খাওয়া অবস্থায় সুবহে সাদিক শেষ হয়ে গেলে (বা আজান দিয়ে দিলে সঠিক খেয়াল নেই) সে যেন তার প্রয়োজন শেষ করে নেয়! মানে খাওয়া ছেড়ে না ওঠে যদি প্রয়োজন তখনও থাকে খাওয়ার!
তাহলে কেউ ভুলে সাহরি খাওয়াবস্থায় সুবহে সাদিক শেষ হয়ে ২/৩ মিনিট পার হয়ে যাওয়ার পর তার সাহরি খাওয়া শেষ হলে রোজা কেনো হবে না?? উল্লেখ্য তখনও ফজরের আজান দেয় নি! ফজরের ওয়াক্ত শুরুর সময় ছিলো ৩.৪৪ আর সাহরি খাওয়া শেষ করেছে ৩.৪০/৩.৪১ এ! সাহরির শেষ সময় ছিলো ৩.৩৮! সময় না দেখে খাওয়ায় এমনটা হয়েছে!
২. সাহরির সময় শেষ হওয়ার পর ব্রাশ করলে কি রোজার ক্ষতি হবে বা ভেঙে যাবে?
জাযাকিল্লাহ খাইরান!