আসসালামু আলাইকুম।
আমার হাজব্যান্ড ছাত্র। আমিও ছাত্রী।
চরিত্র হেফাজত আর ফ্যামিলি যেনো বেদ্বীন কারো কাছে বিয়ে না দেয় এজন্য আমি পরিবার কে জোর করে গত চার মাস আগে বিয়ে টা করছি । কিন্তু হাজব্যান্ড বেকার বলে ঝামেলা হচ্ছ। শশুর বাড়ির লোক আমাদের ভালো চোখে দেখে না এবং কোনো প্রকার সাহায্য করে না, আমার বিরুদ্ধে আমার ভাশুর, তার স্ত্রী মিথ্যা কথা ছড়ায়, শাশুড়ি আর নানী শাশুড়ি পুরো পরিবারের কাছে আমাকে খারাপ বানাচ্ছে।। আমার দ্বীনদারিতার অনেক কিছু তাদের ভালো লাগে না, আমার হাজব্যান্ড হক কথা বলে তা তাদের সহ্য হয় না। আমার নিজের বাবার বাড়ির লোক কোনো প্রকার সাহায্য করে না বরং আমাকে মানসিক অশান্তি দিচ্ছে। হা আমার হাজব্যান্ড কোনো ভাবে একটা চাকুরী পেলে আমরা আলাদা হয়ে যেতাম । কিন্তু তা সম্ভব হচ্ছে না কারন চাকুরী পায় না। , খুব দুআ করছি যেনো চাকুরী/ ব্যবসার ব্যবস্থা হয়। কিন্তু খুব কষ্ট আর ঝামেলার দিন যাচ্ছে যেহেতু পরিবার দূনিয়াবি মেজাজের।
আমার প্রশ্ন হলো ইসলামিক ব্যাংক এ চাকুরী করা কি জায়েজ হবে কোনো ভাবে বা ওজোরে? আসলে আমার হাজব্যান্ড এর কাছে ব্যাংক এ চাকুরীর অফার থাকলেও করতে পারে না কারন সেটা হারাম। যদি ইসলামিক ব্যাংক এ চাকুরী জায়েজ হয় তবে তিনি চেষ্টা করে দেখবেন।