বিসমিহি তা'আলা
জবাবঃ-
মিল্লতে ইবরাহিম অর্থ হল,আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া,বহু খোদাকে অস্বীকার করা,এবং আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পন করা।
মূলত দ্বীনে ইসলামের এটাই মূল উসূল।
وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلاَّ مَن سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ
ইব্রাহীমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি, যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।(সূরা বাকারা-১৩০)
قُلْ صَدَقَ اللّهُ فَاتَّبِعُواْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
বল, ‘আল্লাহ সত্য বলেছেন। এখন সবাই ইব্রাহীমের ধর্মের অনুগত হয়ে যাও, যিনি ছিলেন একনিষ্ঠ ভাবে সত্যধর্মের অনুসারী। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।(সূরা আলে ইমরান-৯৫)
وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لله وَهُوَ مُحْسِنٌ واتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَاتَّخَذَ اللّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً
যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎকাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহীমের ধর্ম অনুসরণ করে, যিনি একনিষ্ঠ ছিলেন, তার চাইতে উত্তম ধর্ম কার? আল্লাহ ইব্রাহীমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন।(সূরা নিসা-১২৫)
হযরত উবাই ইবনে কা'ব রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ ، قَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا إِذَا أَصْبَحْنَا: ( أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَسُنَّةِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا ، وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ ) وَإِذَا أَمْسَيْنَا مِثْلَ ذَلِكَ
রাসূলুল্লাহ সাঃ সকালে পড়ার জন্য আমাদেরকে শিক্ষা দিতেন,"আমরা সকালকে ফিতরাতে ইসলামের উপর এবং কালিমায়ে ইখলাছের মাধ্যমে এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাঃ ও মিল্লাতে ইবারাহিমের উপর অতিবাহিত করছি।আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই।এবং বিকাল বেলায় অনুরূপ পড়ার শিক্ষা দিতেন।(মসনদে আহমদ-২১১৪৪)
ইমাম শানকিতি রাহ বলেন,
সূরা বাকারার ১৩০নং আয়াতে আল্লাহ মিল্লতে ইবরাহিমের কথা বলেছেন,কিন্তু মিল্লতে ইবরাহিম কাকে বলে? সে ব্যখ্যা তিনি করেননি।আল্লাহ তা'আলা নিজেই মিল্লতে ইবরাহিমের ব্যখ্যা দিয়ে সূরা আন'আমের ১৬১ নং আয়াতে বলেন,
قُلْ إِنَّنِي هَدَانِي رَبِّي إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ دِينًا قِيَمًا مِّلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
আপনি বলে দিনঃ আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন একাগ্রচিত্ত ইব্রাহীমের বিশুদ্ধ ধর্ম। সে অংশীবাদীদের অন্তর্ভূক্ত ছিল না।
আল্লাহ তা'আলা এই আয়াতে পরিস্কার করে বলেন,মিল্লতে ইবরাহিমি বলতে সেই ধর্মই যা মুহাম্মাদ সাঃ কে দেয়া হয়েছে।
এবং আল্লাহ তা'আলা সূরা নাহলের ১২৩নং আয়াতে বলেন,
ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে, ইব্রাহীমের দ্বীন অনুসরণ করুন, যিনি একনিষ্ঠ ছিলেন এবং শিরককারীদের অন্তর্ভূক্ত ছিলেন না।(আদওয়াউল বায়ান-১/৪৪)
সুতরাং মিল্লতে ইবরাহিম -যা রাসূলুল্লাহ সাঃ কে অনুসরণের কথা বলা হয়েছে- এদ্বারা মূলত ইসলামই উদ্দেশ্য।আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.