আসসালামু আলাইকুম মুহতারাম।
আমার কয়েকটি বিষয় জানার ছিলো।
১)টয়লেট এ আল্লাহ তায়ালার নাম নেয়া যায়না জানা আছে কিন্তু যেহেতু অভ্যাস হয়ে গেছে তাই অজু করতে গেলে বা মগ দিয়ে পানি ঢালার সময় কিংবা অন্য যেকোন কিছু করতে গেলে,মনের ভিতরে অজান্তেই খেয়াল করি আমি বিসমিল্লাহ বলছি।এই ক্ষেত্রে কি করণ??
২) সকাল-বিকালের নিরাপত্তা মুলক দোয়া সমূহ,রাতে ঘুমানোর আগে তিন কুল,আয়াতুল কুরসি পরে আমি কি একসাথে আমার দুই বাচ্চা প্লাস আমার নিজের গায়ে ফু দিতে পারবো?নাকি এক এক জনের জন্য আলাদা করে পড়ে নিতে হবে?
৩)ফেবু বা মেসেঞ্জারে ইমুজি,স্টিকার ব্যবহার করা কি জায়েজ?
জাযাকাল্লাহু খায়রান।।