আমার আল্লাহকে খুব আপন মনে হয় তার সাথে আমি সব সময় আমার মনে কথা, কষ্ট ইত্যাদি শেয়ার করি। এক সময় একজনকে আমি প্রচুর ভালোবেসে ফেলেছিলাম। তার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতে। তখন আল্লাহকে বলতাম এবং একদিন সেই মানুষের সঙ্গে আমার কথা হয় কিন্তু সমাজের জটিলতার কারনে আমি তাকে বিয়ে করতে পারি নি তখন। বিয়ে করার প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও সম্ভব হয়ে উঠেনি তার জন্য আমি হারাম রিলেশনশিপে জরিয়ে পড়ি কিন্তু এই রিলেশনশিপটি ছিল শুধুমাত্র কথা বলার মধ্যেই আবদ্ধ মাঝে মাঝে দেখা হতো। আমি আল্লাহর কাছে খুবই লজ্জিত ছিলাম এটির জন্য। প্রায় ২ বছর পড়ে সে আমার সাথে আর সম্পর্কটি কন্টিনিউ করতে চায় না। আসলে তার পারিবারিক ব্যাপারের জন্য সে এমনটা করে। কিন্তু আমরা দুজনই দুজনকে অনেক ভালোবাসতাম৷
এখন তার জন্য আমার খুব মন খারাপ হয়, কথা বলতে ইচ্ছে হয়। তাই আল্লাহর কাছে তাকে আবার হালাল ভাব ফিরে পাওয়ার জন্য দোয়া করি। এমন সময় অনেকেই বলে যে হারাম কাজ করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছ এই দোয়া হবে না ইত্যাদি নেতিবাচক কথা। আমি মনে করি আল্লাহতো দয়ালু। তিনি তো বুঝছেন আমার কষ্টটি, আমি যদি তার কাছে দোয়া করি একদিন তো তিনি সবকিছু ঠিক করে দিতে পারেন। আপনি কি আমার ভাবনার সাথে একমত? আর আমার কি তাকে আবরো ফিরে পাওয়ার দোয়া করা উচিত হবে?