আসসালামু আলাইকুম
আমি হুরমত,যিহার নিয়ে জানার জন্য পরতেছিলাম।
সে সময় আমার মাথায় কিছু প্রশ্ন আসে।
১) কোন ব্যক্তির যদি তার মেয়ের সাথে হুরমতের শর্ত পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির স্ত্রীর সাথে সম্পর্ক হারাম হয়ে যাবে।
কিন্তু ঐ ব্যক্তির নিজের জন্মদাতা মায়ের সাথে যদি হুরমতের শর্ত পাওয়া যায়,তাহলে ঐ ব্যক্তির স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক থাকবে কিন্তু ঐ ব্যক্তির মা- বাবার সম্পর্ক হারাম হয়ে যাবে,আমার বুঝটা কি ঠিক আছে?
২)হুরমত হয় নিম্নের সম্পর্কগুলো থেকেঃ
★মা- ছেলে
★বাবা- মেয়ে
★শ্বশুর- ছেলের বউ
★শ্বাশুরি- মেয়ের জামাই।
এর বাহিরে ও কি অন্য কোন সম্পর্কে হুরমতের শর্ত পাওয়া গেলে হুরমত হয়??
৩)কোন ব্যাক্তির,অন্য যে ব্যক্তির সাথে হুরমতের শর্ত পাওয়া গেছে, পরবর্তীতে তার আপন ছেলে অথবা মেয়েকে বিয়ে করলে সেই বিয়ে শুদ্ধ হবে না।
বুঝটা কি ঠিক আছে?
৪)যিহার কি মা, বোন,খালা,ফুফু,চাচী,মামীর কোন অঙ্গের সাথে তুলনা করলে হয়? নাকি অন্য আরোও কেউ আছে?
৫)যিহার হয়ে গেলে কাফফারা আদায় করলেই স্বামী -স্ত্রী সম্পর্ক ঠিক হয়ে যায়,এতে কোন তালাক পতিত হয় না।
আমার বুজ কি ঠিক আছে?
৬) স্ত্রী কতৃক কোন যিহার হয় না।
বুঝটা কি ঠিক আছে?