আসসালামু আলাইকুম।
সম্মানিত মুফতি সাহেব,
১)
একটা বিষয় নিয়ে স্বামী - স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছিল কিন্তু
ঝগড়ার চরম পর্যায়ও স্ত্রী কখনো স্বামীকে উদ্দেশ্য করে বলে নাই - " আমাকে তালাক দিয়ে দাও, ছেড়ে দাও,আমাকে ডিভোর্স দিয়ে দাও,আমি চলে গেলাম ....... "।
ঝগড়ার সময় স্ত্রী, স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চাচ্ছে এমন কোন কিছু স্পষ্ট হয় নাই,স্বামীর মেজাজ গরম হয়ে গেছে দেখে স্ত্রী চুপ করেছি।
তাহলে সেই ঝগড়ার মজলিসে স্বামী যদি স্ত্রীকে ভয় দেখানোর উদ্দেশ্য সম্পূর্ণ তালাকের নিয়ত ছাড়া নিম্নোক্ত বাক্যগুলোর কোন একটি বলে ফেললে কি তালাক হবে?
স্বামী সম্পূর্ণ তালাকের নিয়ত ছাড়া বলেছে।
★★★ আমি তোমাকে দূর করে দিছি,তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই,তোমার নিকট আমার কোন কাজ নাই,তুমি আমার নিকট হইতে পৃথক হয়ে যাও,তোমাকে পৃথক করে দিলাম,আমার ঘর হইতে চলে যাও,বাহির হও,যাও দূর হও,বাপ-মায়ের মাথায় গিয়ে চড়ো,নিজের বাড়ি যাও,তোমার সাথে আমার বনিবনা হবে না,তুমি নতুন স্বামী খুঁজো।
এই বাক্যগুলো "বেহেশতী জেওর" বইয়ের কেনায়া শব্দ থেকে নেওয়া।
২) তালাকের মজলিস হওয়ার শর্ত কি?
ঝগড়ার সময় স্ত্রী স্বামীর কাছে স্পষ্ট শব্দে তালাক চায় নাই,কিন্তুু স্বামীকে উদ্দেশ্য করে বিভিন্ন কেনায়া শব্দ বলেছিল, ( সম্পূর্ণ তালাকের নিয়ত ছাড়া ), যেমনঃআমি বাপের বাড়ি চলে যাবো,তোমার সাথে আমার মিলে না,তুমি তোমার মতো অন্য আরেকজন খুঁজে নাও।
এই মজলিসে স্বামী কোন কেনায়া বাক্য বলে ফেললে কি স্ত্রী তালাক???
স্ত্রী কিন্তু তালাক চায় নাই,এমনেই ঝগড়াঝাটির সময় বলেছিল।