বিসমিহি তা'আলা
জবাবঃ-
বাংলাদেশকে দারুল ইসলামও বলা যাবে না এবং দারুল কুফরও বলা যাবে না।কেননা দারুল ইসলাম বা দুরুল কুফর কোনোটার সজ্ঞায়ই বাংলাদেশ পড়ে না।তবে বাংলাদেশকে দারুল আমান বলা যাবে।
উল্লেখ্য যে,দেশ তিন প্রকার।উক্ত প্রকারভেদ রাসূলুল্লাহ সাঃ এর সময়কার তিনটি এলাকার ভিত্তিতে করা হয়ে থাকে।
(ক)দারুল ইসলাম,যেমন মদিনা রাস্ট্র।
(খ)দারুল কুফর, যেমন মক্কা ছিলো।(বিজয়ের পূর্বে)
(গ)দারুল আমান।যেমন হাবশা বা আবু সিনিয়া।যেখানে মুসলমানগণ আশ্রয় নিয়েছিলেন।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.