আসসালামু আলাইকুম।
সম্মানিত মুফতি সাহেব,
আমাকে পরামর্শ দেন।
আমার জীবনসঙ্গীর সাথে একবার তালাক বায়েন পতিত হয়ে গেছে কয়েক মাস আগে।
এখন পুনরায় বিবাহের আগে আমি একটু তালাক বিষয়ে জেনে নিতে চাইছিলাম।
কিন্তুু আমি বই,গুগলে সার্চ করে বিভিন্ন জায়গা থেকে জেনে বিভ্রান্তে হয়ে যাচ্ছি।
আমি এক জায়গায় পরে একরকম বুঝতেছি তো আরেক জায়গায় পড়ে আরেক রকম বুঝতেছি।
আপনারা যেসব অনেক বছর পরে কষ্ট করে জ্ঞান অর্জন করেন,আমি বাংলা শিক্ষায় শিক্ষিত হয়ে তা কি করেই বা বুঝবো?
জনাব, আমার জীবনসঙ্গীর সাথে সহবাসের আগে শর্তযুক্ত তালাক দেওয়ার ফলে তালাক হয়ে গেছিল।
আমি জানতামই না যে শর্ত দিলে,পরবর্তীতে শর্ত তুলে নিলেও তালাক হয়।
আমার রাগ,মেজাজ অত্যাধিক বেশী,ছোটবেলা থেকেই।
আমি অল্পতেই খুব বেশি রেগে যাই,নিজেকে কন্ট্রোল করতে পারি না,তখন স্ত্রীকে তুই করে বলি,অনেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করি।
আমার পুনরায় বিবাহ হলে আমি ঝগড়ার সময়রাগের মাথায় স্ত্রীকে ইনশাআল্লাহ স্পষ্ট বাক্যে তালাক দিবো না সেটা আমি আশা রাখি,শর্তযুক্ত তালাক দিবো না সেটাও আশা রাখি।
কিন্তু রাগের সময় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তখন বাংলায় আমি কি না কি বাক্য বলে ফেলবো,আমাদের আবার তালাক হয়ে যাবে।
আমি বাংলা বাক্যগুলো নিয়ে নিজেকে বিশ্বাস করতে পারতেছি না,আমি এখন কি করবো???
কিন্তুু আমি এটা সিউর কখনোই তালাকের নিয়তে বলবো না।
সম্মানিত মুফতি সাহেব,
আপনি কি আমাকে বাংলা বাক্যগুলোর একটা লিস্ট করে দিবেন,যা আমি তালাকের নিয়ত ছাড়াও বলতে পারবো না?যেই বাক্যগুলো ছাড়া রাগের মাথায় ঝগড়ার সময়,স্ত্রীকে অন্য বাংলা বাক্য বলে ফেললে আমাদের তালাক হবে না।
এত জায়গা থেকে এত কিছু পড়ে আমার মাথায় কিছুই ডুকে না,যা ডুকে তা পরমুহূর্তেই বের হয়ে যায়।
সম্মানিত মুফতি সাহেব,
https://ifatwa.info/17538/?show=17564#a17564
★★★তালাক আবেদনের জবাব এবং
তালাক আবেদনের রদ বুঝাতে কি বোঝায়?
যদি দয়া করে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন।